ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সীতাকুণ্ড-চট্টগ্রাম শহরে কমিউটার ট্রেন ও বিরতীহীন বাস চলবে: এস এম আল মামুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৩ রবিবার | আপডেট: ০৩:৪৬ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৩ রবিবার

চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুন বলেছেন  সীতাকুণ্ড হতে চট্টগ্রাম শহরে কমিউটার ট্রেন ও বিরতীহীন বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হবে। 

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায়  চট্টগ্রাম শহরে বসবাসরত সীতাকুণ্ডবাসী এবং চসিক ৯নং উত্তর পাহাড়তলী, ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডের মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সাথে এক মতবিনিময় সভায় মামুন এ কথা বলেন।

এসময় সভায় সভাপতিত্ব করবেন বিশিষ্ট শিল্পপতি মাস্টার আবুল কাশেম, সঞ্চলনায় ছিলেন ড. মোহাম্মদ ওমর ফারুক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রফেসর ড. মো. ফসিউল আলম, সাবেক উপাচার্য, ফেনী বিশ্ববিদ্যালয়। প্রফেসর এ কে এম তফজল হক, অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মো. সেলিম উল্লাহ, বীরমুক্তিযোদ্ধা নুরউদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ, বীরমুক্তিযোদ্ধা মানিক দেবনাথ, আবু মুজাফ্ফর, আওয়ামী লীগ কেন্দ্রীয় অর্থ ও বাণিজ্য উপকমিটির সদস্য লায়ন আশরাফুল আলম আরজু, মনোয়ারুল হক এফসিএমএ, হাজী মোঃ ইউসুফ শাহ, হাজী মহিউদ্দিন, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের নেতৃবৃন্দ ইরফান কাদের, আকবর হোসেন, আলাউদ্দিন, বিবি গুল জান্নাত, রিপন চৌধুরী, মিজানুর রহমান সজিব, সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক সাহেদ মুরাদ সাকু।

এমএম//