ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

বেলুচিস্তানে হামলার দায় স্বীকার করল বেলুচ লিবারেশন আর্মি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০৮ পিএম, ১ জানুয়ারি ২০২৪ সোমবার

বেলুচিস্তানের নশকি, তুরবাত ও বুলেদায় হামলার দায় স্বীকার করেছে 'স্বাধীনতাপন্থী' সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের খবরে এ তথ্য জানানো হয়েছে। 

এই হামলায় কমপক্ষে একজন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।
বুধবার এক বিবৃতিতে বিএলএর মুখপাত্র জিয়ান্দ বালুচ বলেন, বিএলএ যোদ্ধারা স্নাইপার ও ভারী অস্ত্র ব্যবহার করে নশকির বালঘানিসহ কেশাঙ্গি এলাকায় পাকিস্তানি বাহিনীর পোস্ট লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বেলুচিস্তান পোষ্টের মতে, এই হামলায় একজন সৈন্য তাৎক্ষণিকভাবে মারা যায় এবং আরও দু'জন আহত হয়।বিএলএ'র বিবৃতিতে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার তুরবাতের বেলুচি বাজারের কাছে আবসির এলাকায় তাদের যোদ্ধারা গ্রেনেড লঞ্চার ব্যবহার করে হামলা চালায়।
মুখপাত্র জিয়ান্দ বালুচ দাবি করেছেন যে, এই হামলার ফলে পাকিস্তানি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তাছাড়া ২৪ ডিসেম্বর সন্ধ্যায় বিএলএ বুলেদা’য় পাকিস্তানি বাহিনীর একটি চেকপয়েন্ট লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায়। বেলুচিস্তান পোস্ট এ খবর দিয়েছে। মুখপাত্রের মতে, এর ফলে চেকপয়েন্টে থাকা দুই সৈন্য গুরুতর আহত হয়েছে।

বিবৃতিতে জিয়ান্দ বালুচ একটি স্বাধীন মাতৃভূমির লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই ধরনের আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য গোষ্ঠীটির সংকল্পের উপর জোর দিয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এসব হামলার বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। বেলুচিস্তানে প্রতিরক্ষা কর্মী ও সরকারি কর্মচারীদের ওপর এ ধরনের হামলা অস্বাভাবিক কিছু নয়।

কেআই//