ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

বেলুচিস্তানে গুমের প্রতিবাদে লন্ডনে ৫ দিনের অবস্থান কর্মসূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২১ পিএম, ২ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার

বেলুচিস্তানে জোরপূর্বক গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদকে আরও জোরদার করার জন্য বেলুচ জাতীয় নেতা বাবা খায়ের বখশ মারির ভাগ্নি সালিয়া মারি ৩ থেকে ৭ জানুয়ারি লন্ডনে পাঁচ দিনের অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়েছেন। বালুচ জাতীয়তাবাদী মীর তাজ মুহাম্মদ সরপারাহ-এর স্ত্রী মারি। মীর তাজ মুহাম্মদ নিখোঁজদের মধ্যে রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

মারি বলেছেন যে, তিনি তার স্বামী এবং অন্যান্য নিখোঁজ ব্যক্তিদের নিরাপদ মুক্তির জন্য অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেবেন। তিনি সকল রাজনৈতিক দল এবং সামাজিক ও মানবাধিকার কর্মীদের এই বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি এক্সে লিখেছেন, আমার স্বামী ও সমস্ত নিখোঁজ ব্যক্তিদের নিরাপদ মুক্তির জন্য আমি লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে পাঁচ দিনের অবস্থান ধর্মঘটের আয়োজন করেছি। ২০২৪ সালের ৩ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন ২৪ ঘণ্টা এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে। আমি সমস্ত রাজনৈতিক দল, সামাজিক ও মানবাধিকার কর্মী, মিডিয়া, বেলুচ জাতি এবং অন্যান্য সমস্ত সম্প্রদায়কে আমাদের অবস্থান বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

ইসলামাবাদের জাতীয় প্রেস ক্লাবে বেলুচ গণহত্যা ও গুমের বিরুদ্ধে চলমান বিক্ষোভের মধ্যে এই অবস্থান ধর্মঘটের ঘোষণা এসেছে। বেলুচ ইয়াকজাহতি কমিটি-কেচ এক্স-এ একটি পোস্টে বলেছে যে, রাজ্য যদি তাদের দাবি অনুযায়ী আলোচনা করতে ব্যর্থ হয় তবে বিষয়টি বেলুচ জনগণের আদালতে নিয়ে যাওয়া হবে। কমিটি এক বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলেছে, রাষ্ট্র যদি দাবিগুলো নিয়ে গুরুতর আলোচনায় অংশ নিতে ব্যর্থ হয়, আন্তরিকতা প্রদর্শন না করে এবং গত সপ্তাহের মতো বিক্ষোভকারীদের প্রতি তার মনোভাব অব্যাহত রাখে তাহলে এক সপ্তাহ পরে আন্দোলনটি বেলুচিস্তানের প্রতি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হত্যা এবং ঔপনিবেশিক আচরণের নীতির জন্য সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি স্পষ্ট হতাশা প্রকাশ করবে।

তারপর সিদ্ধান্তটি বেলুচ জনগণের আদালতে নিয়ে যাওয়া হবে। তাদের আল্টিমেটাম দিয়ে কমিটি জোর দিয়ে বলেছে যে, এই সপ্তাহে রাষ্ট্রকে বেলুচ জনগণের কাছে স্পষ্ট করতে হবে যে তারা বেলুচ গণহত্যার বিষয়টি মোকাবেলায় কতটা আন্তরিক। কমিটি আরও বলেছে, এটা অবশ্যই বাস্তবিকভাবে প্রমাণ করতে হবে যে বেলুচিস্তানে জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যা এবং অবৈধ কর্মকাণ্ডসহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘন অবিলম্বে বন্ধ হবে। কমিটি আরও বলেছে যে, রাষ্ট্র যদি তার ঔপনিবেশিক মানসিকতা পরিবর্তন করতে অনিচ্ছুক হয় তবে বেলুচ জনগণের আদালতে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।

কেআই//