ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৭ ১৪৩১

স্ত্রীকে ভালবাসুন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১০ পিএম, ৩ জানুয়ারি ২০২৪ বুধবার | আপডেট: ০৬:০৭ পিএম, ৩ জানুয়ারি ২০২৪ বুধবার

ভালোবাসা প্রকাশে কখনোই দেরি করতে হয় না। আর ভালোবাসা ছড়িয়ে দিলেই ভালোবাসা মেলে- এমন মত অনেকের। স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশে তো বাধা নেই বললেই চলে। সে সুযোগ কে-ই বা হাতছাড়া করতে চায়?

স্ত্রীকে ভালবাসুন…যখন সে আপনার চায়ে ছোট একটি চুমুক দেয়। কারণ, সে নিশ্চিত হতে চায় চা টি আপনার পছন্দ মত হয়েছে কিনা।

যে মেয়েটা গরম তেলে হাতে পায়ে ফোস্কা ফেলে টেবিল ভরে খাবার সাজিয়ে রাখে l সে মেয়েটাকে এক গাল ভাত খাইয়ে দেওয়াটা কি খুব বাড়াবাড়ি। যে মেয়েটা এত্তো বাসন থালাবাটি গুছিয়ে দিন
শেষে আপনার জন্য অপেক্ষা করে, তার জন্য এক বাটি আইসক্রিম অথবা মুঠো ভরে কিছু চকলেট নিয়ে আসাটা কি খুব বাড়াবাড়ি। যে মেয়েটা আপনার আশায় ঘরের সেবায় সংসার সাজিয়ে সারাটা জীবন কাটিয়ে দেয় l কোনো এক অজানা কারণে অভিমানে যদি ওপাশ ফিরে ঘুমায় তার পিঠের আচল সরিয়ে ছোট্ট একটা চুমু খাওয়াটা কি খুব বাড়াবাড়ি।

শুধু স্বপ্ন দিয়ে জীবন চলেনা আবার স্বপ্ন ছাড়াও জীবন চলেনা l ভিডিও গেমসের মত দ্বিতীয় লাইফ নিয়ে কেউ পৃথিবীতে আসেনা। জীবন একটাই। জীবন ঢেলে সাজাতে হয়।

ভালবাসুন স্ত্রীকে......

স্ত্রীকে ভালবাসুন…যখন সে আপনাকে নামাজ পড়তে জোর করে। কারণ সে আপনারই সাথে জান্নাতে যেতে চায়।

স্ত্রীকে ভালবাসুন…যখন সে আপনাকে সন্তানদের সাথে খেলা করতে বলে। কারণ সন্তানদের অভিভাবক সে একা নয়।

স্ত্রীকে ভালবাসুন…যখন সে আপানাকে নিয়ে ঈর্ষান্বিত হয়। কারণ, সে অন্য সমস্ত মানুষকে রেখে শুধুমাত্র আপনাকেই বেঁছে নিয়েছে।

স্ত্রীকে ভালবাসুন…যখন তার কিছু দোষ ত্রুটি আপনাকে বিরক্ত করে। কারণ, আপনারও এমন অনেক দোষ ত্রুটি রয়েছে।

স্ত্রীকে ভালবাসুন…যখন তার রান্না খারাপ হয়। কারণ, সে ভাল রান্নার চেষ্টা করেছে।

স্ত্রীকে ভালবাসুন…যখন সকাল বেলায় তাকে উষ্কখুষ্ক দেখায়। কারণ, সে আবার আপানরই জন্য সাজগোজ করবে।

স্ত্রীকে ভালবাসুন…যখন সে আপনাকে সন্তানের লেখাপড়ায় সাহায্য করতে বলে। কারণ সে চায় আপনাকে সংসারের অংশ হিসেবে পেতে।

স্ত্রীকে ভালবাসুন…যখন সে জানতে চায় তাকে মোটা লাগছে কিনা। কারণ, আপনার মতামত তার কাছে অনেক গুরুত্বপূর্ণ; এজন্য তাকে বলুন সে সুন্দর।

স্ত্রীকে ভালবাসুন…যখন তাকে সুন্দর দেখায়। কারণ সে আপনারই, তাই প্রশংসা করুন।

স্ত্রীকে ভালবাসুন…যখন সে তৈরি হতে দীর্ঘ সময় পার করে দেয়। কারণ সে চায় তাকে আপনার চোখে সবচেয়ে সুন্দর লাগুক।

স্ত্রীকে ভালবাসুন…যখন সে এমন কোন উপহার দেয় যা আপনার পছন্দ হয়নি। কারণ সে আপনাকে খুশি করতে চায়, তাই তাকে বলুন, ঠিক এমন উপহারই আপনার প্রয়োজন ছিল।

স্ত্রীকে ভালবাসুন…যখন তার মধ্যে কোন বদঅভ্যাস গড়ে ওঠে। কারণ আপনারও এমন অনেক বদঅভ্যাস রয়েছে; প্রজ্ঞা আর কোমলতার সাথে তার সেই বদঅভ্যাস পরিবর্তন করানোর সময় এখনো আপনার আছে।

স্ত্রীকে ভালবাসুন…যখন সে অকারণেই কাঁদে। তাকে বলুন সব ঠিক হয়ে যাবে।

স্ত্রীকে ভালবাসুন…যখন সে PMS বা মাসিক অবসাদ এ ভোগে। তার জন্য চকলেট আনুন, তার পায়ের পাতায় ও কোমরে মালিশ করে দিন, এবং তার সাথে নিছকই গল্প করুন (বিশ্বাস করুন এতে কাজ হয়!)

স্ত্রীকে ভালবাসুন…যদি সে অসন্তোষজনক কিছু করে ফেলে। এরকম হতেই পারে এবং এর রেষ একসময় কেটেও যাবে।

স্ত্রীকে ভালবাসুন…যখন সে আপনার কাপড়ে ভুলবশত: দাগ লাগিয়ে ফেলে। একটি নতুন জামা আপানি এমনিতেও কিনতেন।

স্ত্রীকে ভালবাসুন…যখন সে আপনাকে বলে আপনার কিভাবে ড্রাইভ করা উচিৎ। সে শুধু চায় আপনি নিরাপদে থাকুন।

স্ত্রীকে ভালবাসুন…যখন সে তর্ক করে। সে তাই চায় যা আপানাদের দুইজনের জন্যই ভাল হয়।

স্ত্রীকে ভালবাসুন…সে শুধু আপনারই। এটি ছাড়া তাকে ভালবাসার অন্য কোন বিশেষ কারণেরও প্রয়োজন নেই!

এই সবই নারীসুলভ স্বাভাবিক বৈশিষ্ট্য। আর স্ত্রী আপনার জীবনেরই একটি অংশ যাকে রানীর মত মর্যাদা দেওয়া উচিৎ।

মহানবী (সা.) নারীদের বিষয়ে উপদেশ দিয়েছেন: "তোমরা স্ত্রীদের জন্য মঙ্গলকামী হও"
(বুখারী ৩৩৩১, মুসলিম ৪৭)

"তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার স্ত্রীদের কাছে উত্তম"
(তিরমিজি ১১৬২)

বিদায় হজ্জে নবী (সা.) আল্লাহর প্রশংসা ও স্তুতি বর্ণনা করে উপদেশ ও নসিহত দান করে বলেন,
"তোমাদের স্ত্রীদের সাথে সদ্ব্যবহার কর।…তোমাদের স্ত্রীদের উপর তোমাদের অধিকার রয়েছে, অনুরূপ তোমাদের উপর তোমাদের স্ত্রীদের অধিকার রয়েছে। তোমাদের অধিকার হল, তারা যেন তোমাদের বিছানায় ওই সব লোককে আসতে না দেয় যাদেরকে তোমরা অপছন্দ কর এবং তারা যেন ওই সব লোককে তোমাদের বাড়ীতে প্রবেশ করার অনুমতি না দেয় যাদেরকে তোমরা অপছন্দ কর। তোমাদের উপর তাদের অধিকার এই যে, তাদেরকে ভালরূপে খেতে-পরতে দেবে।"

[তিরমিজি ১১৬৩, ইবনু মাজাহ ১৮৫১; তাহকীক রিয়াযুস স্বালেহীন পৃষ্ঠা ১৬০]

এমএম//