সন্দ্বীপবাসির কাছে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:০৯ পিএম, ৩ জানুয়ারি ২০২৪ বুধবার
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ভার্চুয়ালি জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৩ জানুয়ারি) বিকেলে এই উপলক্ষে জনসভাস্থল পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে পৌনে ৩টার দিকে মানুষে মানুষে পূর্ণ হয়ে উঠে। দুপুর থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মিছিল-স্লোগানে মুখর হয়ে উঠেছে আশপাশের এলাকা।
‘জয় বাংলা’, ‘নৌকা নৌকা’সহ বিভিন্ন স্লোগানে ব্যানার আর বিভিন্ন আকারের নৌকা নিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিলিত হন জনসভাস্থলে। এই জনসভা উপলক্ষে সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভায় যোগ দিয়েছেন।
বুধবার (৩ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন প্রান্ত থেকে ৫টি জেলা ও ১টি উপজেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে রংপুর বিভাগের গাইবান্ধা জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী জেলা ও মহানগর, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলা এবং চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলা, কুমিল্লা উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর এবং চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।
এদিকে, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী ও সমর্থকরা জনসভায় যোগ দেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্দ্বীপ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মিতার সঙ্গে কথা বলেন। এরপর একজন নতুন ভোটার এবং এক গৃহহীন নারীর সঙ্গে কথা বলেন। আগামি ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সন্দ্বীপবাসিকে আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে গত ২০ ডিসেম্বর সিলেট থেকে আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন দলটির সভাপতি শেখ হাসিনা। এদিন হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারতের পর জনসভায় বক্তব্য দেন তিনি।
কেআই//