ইরানে বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে শতাধিক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৪৯ এএম, ৪ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
ইরানে কাসেম সোলাইমানির মাজারের কাছে বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে শতাধিক। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১৮৮ জন। এখন পর্যন্ত এ হামলার দায় শিকার করেনি কেউ।
বুধবার সোলেমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ইরানের দক্ষিণপূর্বের নগরী কেরমানে তার কবরের পাশে বহু মানুষ জড়ো হয়েছিল।
স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য মতে, শহীদ কাসেম সোলেমানির কবরের দিকে যাওয়ার পথে আগে থেকে দুটি বিস্ফোরক পুঁতে রাখা হয়েছিল। সন্ত্রাসীরা দূর থেকে রিমোটের মাধ্যমে সেগুলোর বিস্ফোরণ ঘটায়।
ইরানের জরুরি পরিষেবার মুখপাত্র প্রাথমিকভাবে ৭৩ জন নিহত এবং ১৭০ জন আহত হওয়ার খবর দেন। কিন্তু পরে রাষ্ট্রীয় টেলিভিশনে নিহতের সংখ্যা শতাধিক বলে জানানো হয়।
এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
উল্লেখ্য, ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাশেম সোলাইমানি।
তাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বলে মনে করা হতো।
এএইচ