ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে রাইস মিলে বিস্ফোরণ, শিশুসহ নিহত ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৫ এএম, ৪ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার | আপডেট: ১১:৫৭ এএম, ৪ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার

ঠাকুরগাঁওয়ের দাসপাড়ায় একটি রাইস মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। নিহতদের ২ শিশু ও ১ নারী রয়েছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদরের পল্লী বিদ্যুৎ এলাকার দাসপাড়ায় সাইদুর রহমানের হাসকিং মিলে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি এ বি এম ফিরোজ ওয়াহিদ।

নিহতরা হলেন দাসপাড়া গ্রামের সাগর দাসের স্ত্রী দীপ্তি দাস (৪০), উমাকান্ত দাসের ছেলে পলক দাস (১২) ও সাগর দাসের মেয়ে পূজা (১১)।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, হাসকিং মিলের ধান সিদ্ধ করার সময় অতিরিক্ত তাপের ফলে বয়লার বিস্ফোরণ ঘটে। সেখানে দীপ্তি দাস, পলক ও পূজা বসে ছিলেন। ঘটনাস্থলেই তারা নিহত হন।

এ সময় বিস্ফোরণ হলে টিনের বয়লারটি উড়ে যায়।

রহমানপুর ইউপি চেয়ারম্যান আবু হান্নান মোহাম্মদ হান্নু বলেন, ‘মর্মান্তিক এই ঘটনা পীড়াদায়ক। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।’

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ফিরোজ ওয়াহিদ জানান, ঠাকুরগাঁও সদর উপজেলা রহমানপুর ইউনিয়নে সকালে একটি হাসকিং মিলের বয়লার বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের দুইজন এবং আর একজন তার ভাতিজি মারা যান এবং এতে গুরুতর আহত হন আরেকজন।

এএইচ