ইরানে জোড়া বোমা হামলার দায় স্বীকার আইএস’র
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১৭ এএম, ৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার
ইরানে জোড়া বোমা হামলায় ৮৪ জন নিহতের ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠি ইসলামিক স্টেট- আইএস। হামলার প্রতিবাদে আজ দেশজুড়ে গণবিক্ষোভের ডাক দিয়েছে ইরানি কর্তৃপক্ষ।
স্থানীয় সময় বৃহস্পতিবার টেলিগ্রাম অ্যাকাউন্টে দেয়া পোস্টে হামলার দায় স্বীকার করে আইএস।
জঙ্গি সংগঠনটি জানিয়েছে, বুধবার দেশটির শীর্ষ কমান্ডার কাসেম সোলেইমানির মৃত্যুবার্ষিকীতে ভীড়ের মধ্যে গায়ে বিস্ফোরক বেঁধে মিশে ছিল দুই আইএস সদস্য।
তাদের নাম ওমর আল-মওয়াহিদ ও সায়েফুল্লা আল-মুজাহিদ। প্রথম হামলার ২০ মিনিট পর দ্বিতীয় হামলাটি হয়। মাস্ক পরা দুই ব্যক্তির ছবিও প্রকাশ করেছে আইএস।
যদিও এ হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জড়িত বলে দাবি করেছে ইরান। হামলায় নিহতদের দাফন হবে আজ। একইসঙ্গে দেশব্যাপী গণবিক্ষোভ কর্মসূচি পালন করবে ইরানিরা।
এএইচ