ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫,   পৌষ ২২ ১৪৩১

গাজীপুরে ৩টি স্কুলে আগুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৯ এএম, ৬ জানুয়ারি ২০২৪ শনিবার | আপডেট: ১২:১৯ পিএম, ৬ জানুয়ারি ২০২৪ শনিবার

গাজীপুরে তিনটি স্কুলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন পুরে গেছে শ্রেণী কক্ষসহ বিভিন্ন শিক্ষা উপকরণ।

ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গাজীপুরের টিএন্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘন্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনে।

দুর্বৃত্তদের দেয়া আগুনে গাজীপুরে টিএন্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৭টি কক্ষসহ বিভিন্ন শিক্ষা উপকরণ ও পূর্ব চান্দনা প্রাথমিক স্কুলে দেয়া আগুনে পুড়ে গেছে কিছু বইপত্র।

কালিয়াকৈরের বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই স্কুলের অফিস কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে। পুলিশ জানিয়েছে দ্বাদশ নির্বাচনে আগামীকাল ওই স্কুল ভোট কেন্দ্রে রয়েছে। ভোর রাতে স্কুলের  অফিস কক্ষের তালা ভেঙে ভিতরে ঢুকে আগুন দেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে এলাকাবাসী  ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।  ফায়ার সার্ভিস ও  আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা‌ হোসাইন মোহাম্মদ হাই জকী জানান, এই ঘটনায় ওই স্কুলের অফিস কক্ষের মালামাল পুড়ে যায় ।

গাজীপুর ফায়ার সার্ভিসের পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, খবর পেয়ে দ্রুত দুটি স্কুলে ফায়ার সার্ভিস গিয়ে দুর্বৃত্তদের দেয়া আগুন নিয়ন্ত্রণে আনে। 

বাসন থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, টিএন্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র নেই তবে পূর্ব চন্দনা প্রাথমিক স্কুলটি ভোটকেন্দ্র।

এএইচ