ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

কর ফাঁকি মামলা থেকে রেহাই পেলেন ম্যারাডোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫ এএম, ৬ জানুয়ারি ২০২৪ শনিবার

কর ফাঁকি মামলা থেকে রেহাই পেলেন প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা।

শুক্রবার এ খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স।  

তিন দশকের দীর্ঘ লড়াইয়ের পর এলো চূড়ান্ত সিদ্ধান্ত। ইতালির সর্বোচ্চ আদালতের রায়ে এ মামলা থেকে রেহাই পেলেন ম্যারাডোনা। 

নাপোলির সাবেক এই ফুটবলারের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনেছিল দেশটির রাজস্ব কর্তৃপক্ষ। তাদের অভিযোগ ছিল, ব্যক্তিগত ইমেজ স্বত্বের জন্য ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত নাপোলি ক্লাব থেকে পাওয়া অর্থের কর ফাঁকি দিতে প্রক্সি কোম্পানি ব্যবহার করেছিলেন মারাদোনা। 

সে বছরই তদন্ত শুরু হয়। পরে আনা হয় ৩ কোটি ৭০ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ। দীর্ঘ ৩০ বছর এই অভিযোগের সমাপ্তি ঘটল।

রায়ের পর আইনজীবী এনজেলো পিসানি বলেন, ‘ফুটবলের মহানায়ক এখন সব অভিযোগ থেকে মুক্ত। তার উত্তরসূরিদের এখন ক্ষতি পূরণ চাওয়ার আইনি অধিকার আছে। আশা করি, বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে তারা সেটা ব্যবহার করবেন।”

এএইচ