ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ভোটারের উপর হামলা, আটক ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ০৬:০৮ পিএম, ৭ জানুয়ারি ২০২৪ রবিবার

ঠাকুরগাঁও-১ আসনের ছেতনাই তোলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে ফেরার পথে বিএনপি-জামায়াত কর্মীদের অতর্কিত হামলায় দুই জন আহত হয়েছেন।

রোববার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

আহত রোশনি রায় ও জয়দেব বর্মন বলেন, ভোটকেন্দ্রে গিয়ে ভোট ভোট দিয়ে ফেরার পথে বিএনপি-জামায়াতের ৪০-৫০ জনলোক ছুরি নিয়ে আমাদের উপরে হামলা করে।  পরে স্থানীয়রা আমাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আমার এই ঘটনার সঠিক বিচার চাই।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বিষয়টি নিশ্চিত বলেন, এ ঘটনায় ইতিমধ্যে মনোয়ার ও মমতাজসহ তিনজনকে আটক করা হয়েছে। কি কারণে এঘটনা ঘটেছে সেটি আমার তদন্ত করছি।

এএইচ