কর্মী আটকের প্রতিবাদে লতিফ সিদ্দিকীর সড়ক অবরোধ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ৯ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
টাঙ্গাইলের কালিহাতীতে কর্মি-সমর্থক আটকের প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়ামের সদস্য ও সাবেক মন্ত্রী, নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কালিহাতী থানার সামনে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে অবস্থান নেন তিনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলছিল।
এ ঘটনায় সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে আছে। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
এএইচ