ঢাকা মেডিকেলের প্যাথলজিতে যৌন নিপীড়নের অভিযোগ (ভিডিও)
আহম্মদ বাবু
প্রকাশিত : ১২:০৬ পিএম, ১০ জানুয়ারি ২০২৪ বুধবার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগের প্রধান ডাক্তার আজিজ আহমেদ খানের বিরুদ্ধে নারী টেকনোলজিস্টসহ একাধিক যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার নারীরা বলছেন, বিভিন্ন ধরনের ফাঁদ পেতে এমন মুহূর্তের ভিডিও ধারণ করে রাখে ডাক্তার আজিজ। এমন ঘটনায় বিব্রত হাসপাতালের পরিচালক জানালেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বিভিন্ন সময়ে ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগে যারা ইন্টার্নশিপ অথবা চুক্তিভিত্তিকভাবে কাজ করেন- তাদেরকে টার্গেট করে ডাক্তার আজিজ আহমেদ।
শুরুতেই ভাল সুযোগ সুবিধা ও চাকরি স্থায়ী করার প্রলোভন দেখিয়ে গোপন ক্যামেরায় অপ্রকাশ্য ভিডিও ধারণ করে রাখে ডাক্তার আজিজ। সার্টিফিকেট আটকিয়ে শারীরিক নির্যাতন করে কোলমতি শিক্ষার্থীদের।
পরে তাদেরকে সেই ভিডিও দেখিয়ে ফাঁদে ফেলে দিনের দিন পর নির্যাতন করতে থাকেন ডা. আজিজ। তাদেরকে দেয়া হয় বিবাহের অফার। আবার এসব বিষয়ে জানাজানি করলে মেরে ফেলার হুমকিও দেয় ডাক্তার আজিজ।
ভুক্তভোগী নারীরা বলছেন, কিভাবে তাদেরকে নির্যাতন করা হয়।
এ ঘটনায় বিব্রত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক। বলেন, যার যতটুকু অপরাধ তার ততটুকু শাস্তি পাওয়া উচিত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, “অভিযোগগুলো ডিজি হেলথ এবং মন্ত্রণালয় পাঠানো হয়েছে। সেখান থেকে তদন্ত হচ্ছে। পরিবারিক বিষয়গুলো মাথায় রেখে আমরা কাজ করছি। চিন্তা-ভাবনা করে পদক্ষেপ নেয়া হচ্ছে যাতে করে আরও বেশি ভিকটিম না হয়।”
কেউ সামাজিকভাবে হেয় প্রতিপন্ন না হয় সেই বিষয়টি মাথার রেখে তদন্ত করা হচ্ছে বলেও জানান হাসপাতালের পরিচালক।
ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, “যার যতোটুকু অপরাধ, সেই মাত্রায় তার শাস্তি পাওয়া উচিত।”
এএইচ