পৌনে ৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০১:৪৯ পিএম, ১১ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার | আপডেট: ০১:৫১ পিএম, ১১ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আজও ফেরি চলাচল বন্ধ ছিল। তবে পৌনে আট ঘন্টা বন্ধ থাকার পর কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার মধ্যরাত ৩টা থেকে সকাল পৌনে ১০টা পর্যন্ত ঘন কুয়াশা থাকায় নদীতে নৌযান দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এসময় মাঝ নদীতে চারটি ফেরি আটকে থাকে।
এ সময় উভয় পাশে বেশ কিছু পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকারসহ অন্যান্য যানবাহন ফেরি পারের অপেক্ষায় থাকতে দেখা যায়।
পৌনে ৮ ঘন্টা বন্ধ থাকার পর কুয়াশা কমে গেলে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, একটানা গত চারদিন ধরে ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকছে। গত রাত ৩টা থেকে কুয়াশার পরিমাণ বেশি থাকায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়। পরে সকাল পৌনে ১০টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
আজও পৌনে ৮ ঘন্টা ফেরি বন্ধ ছিল এ নৌরুটে।
এএইচ