ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে মাহমুদ আলী, শিল্পে নূরুল মজিদ 

প্রকাশিত : ০৯:০৮ এএম, ১২ জানুয়ারি ২০২৪ শুক্রবার

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বন্টন করা হয়েছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন পেয়েছেন শিল্প মন্ত্রণালের দায়িত্ব।

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। 

প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্য ৩৭ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৫ জন। এর মধ্যে দুজন টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন)। এ ছাড়া ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

পরে তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রথমবার মন্ত্রী হয়ে আব্দুস সালাম পেয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব। আর আহসানুল ইসলামকে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

এএইচ