ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

ক্যালিফোর্নিয়ায় সড়ক দুঘর্টনায় মেধাবী ছাত্র কৌশিক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ১৩ জানুয়ারি ২০২৪ শনিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মর্মান্তিক সড়ক দুঘর্টনায় প্রাণ হারিয়েছে বাংলাদেশের মেধাবী ছাত্র মাহারাজ কৌশিক।

চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৩টায় ক্যালিফোর্নিয়ার স্থানীয় একটি হাসপাতালে মারা যায় কৌশিক। এ সময় তার বয়স হয়েছিল মাত্র ২৩ বছর। 

কৌশিক ক্যালিফোর্নিয়ার আমেরিকান ইন্টারনেশনাল ইউনিভার্সিটি একজন মেধাবী ছাত্র ছিলেন। 

কৌশিকের সহপাঠিরা জানায়, সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তার কর্মস্থল থেকে বাসায় ফিরার সময় একটি বেপোরোয়া গাড়ি ফুটপাতের উপর কৌশিককে চাপা দিয়ে চলে যায়। কৌশিক সে সময় ফুটপাত দিয়ে তার ব্যক্তিগত ইলেকট্রনিক স্কুটার চালিয়ে বাসায় ফিরছিলেন। 

আশঙ্কাজনক অবস্থায় কৌশিককে ক্যালিফোর্নিয়ার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার ভোর ৩টায় মারা যায় সে। 

মাহারাজ কৌশিক ঢাকার সিদ্ধেশ্বরী এলাকার বাসিন্দা ছিলেন। তিনি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের একজন প্রাক্তন ছাত্র। 

এই ঘটনায় ক্যালিফোর্নিয়ায় বসবাসরত বাংলাদেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এএইচ