ইউনাইটেডে খৎনায় শিশুর মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৫৩ পিএম, ১৫ জানুয়ারি ২০২৪ সোমবার
খৎনা করতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনা তদন্ত করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়, জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।
আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
সারাদেশে কতগুলো বৈধ ও অবৈধ হাসপাতাল আছে, তার সঠিক তালিকা করে আগামী ১ মাসের মধ্যে দাখিল করতে ডিজি হেলথকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
পাশাপাশি গত ১৫ বছরে ইউনাইটেড হাসপাতালের নেগলিজেন্সে কতগুলো প্রাণ ঝড়েছে, ৩ মাসের মধ্যে তালিকা জমা দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।
গত ৯ জানুয়ারি ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদনটি করেন ওই শিশুর পরিবারের পক্ষের আইনজীবী।
গত ৩১ ডিসেম্বর সুন্নতে খতনা করানোর জন্য শিশু আয়ানকে সাঁতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান অভিভাবকরা। সেখানে অভিভাবকদের অনুমতি ছাড়াই তাকে ফুল অ্যানেস্থেশিয়া (জেনারেল) দিয়ে সুন্নতে খাতনা করান চিকিৎসক। খতনা শেষ হওয়ার পর আয়ানের জ্ঞান না ফেরায় তাকে সেখান থেকে পাঠানো হয় গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালে।
সেখানে পিআইসিইউতে (শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র) লাইফ সাপোর্টে রাখা হয়। সাতদিন পর আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এএইচ