ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ব্যবসায়ী খুন: প্রতিপক্ষকে ফাঁসাতে ডাকাতের নাটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫৭ পিএম, ১৮ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার | আপডেট: ০৩:০১ পিএম, ১৮ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার

চিংড়ির ঘের দখল আর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের চকোরিয়ার ব্যবসায়ী মোহাম্মদ হোসেন খুন হয়েছে। ঘটনা ধামাচাপা দিতে সাজানো হয় ডাকাতের হামলার নাটক। এই হত্যা মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব বলছে, প্রতিপক্ষকে ফাঁসাতেই পরিকল্পনা করে চক্রটি। 

৯ জানুয়ারি মধ্যরাতে খুন হন চকোরিয়ার চিংড়ি ঘের ব্যবসায়ী মোহাম্মদ হোসেন। ঘটনাকে ভিন্ন খাতে নিতে দোষরোপ করা হয় ডাকাত চক্রের উপর। 

সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয় ব্যবসায়ী সমবায় সমিতির নাটকীয় এমন বক্তব্য।

ঘটনার পর ছায়া তদন্তে নামে র‌্যাব। উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। অপর ব্যবসায়ী লিটনের নেতৃত্বে হত্যা করা হয় হোসেনকে। 

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ১৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। 

র‌্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক খন্দকার আল মঈন বলেন, “সমবায় সমিতির নাম করে ইজারা নিয়ে আসলেও তারা নিজেরা দখল করে এখানে চিংড়ি চাষের লভ্যাংশ, যা বিপুল পরিমাণ অর্থ তারা ভোগদখল করতেন। যাদের মধ্যে এখানে আধিপত্য বিস্তার করা হয় তাদের মধ্যে এই অর্থটা ভাগ-বাটোয়ারা হতো। 

র‌্যাব বলছে, সাড়ে ৫ হাজার একর জমির দখল ও আধিপত্যের জের ধরে ঘটে এই হত্যাকাণ্ড। নির্বাচন পরবর্তী সময় বেছে নেয় চক্রটি। 

খন্দকার আল মঈন বলেন, “নির্বাচনের সময় দু’পক্ষের হয়ে তারা কাজ করছিলেন। এটাকে কৌশল হিসেবে নিয়ে তারা বিভিন্নভবে মিডিয়াতে বিবৃতি দিয়েছেন, ভিডিও করেছেন।

গ্রেফতারকৃতদের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানায় র‌্যাব।

এএইচ