ডোমিনিকানে শুরু হচ্ছে সপ্তাহে ৪ দিন অফিস
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:১৯ পিএম, ২১ জানুয়ারি ২০২৪ রবিবার
ক্যারিবীয় দেশগুলোর মধ্যে ডোমিনিকান প্রজাতন্ত্র প্রথম অফিস সময় সপ্তাহে চারদিনে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ফেব্রুয়ারি থেকে দেশটি পরীক্ষামূলকভাবে এটি চালু করতে যাচ্ছে। প্রকল্পটি ছয় মাস চলবে।
সপ্তাহে চার দিন অফিস শিডিউলে কোম্পানিগুলো নিজেদের ইচ্ছায় অংশ নেবে। খবর দ্য গার্ডিয়ানের।
প্রতিবেদনে বলা হয়, ডোমিনিকান প্রজাতন্ত্র ফেব্রুয়ারি থেকে আগামী ছয় মাসের জন্য এ প্রকল্প চালু করবে। এতে সপ্তাহে কর্মঘণ্টা ৪৪ ঘণ্টা থেকে ৩৬ ঘণ্টায় নেমে আসবে। সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলবে। এতে কর্মীরা পুরো সপ্তাহের বেতন পাবেন।
দেশটির শ্রমমন্ত্রী লুইস মিগুয়েল ডি ক্যাম্পস বলেন, এই প্রকল্প কর্মীকে অগ্রাধিকার দেয়। তাদের স্বাস্থ্য ও সুস্থতার উন্নতি করে এবং একটি টেকসই ও পরিবেশবান্ধব উৎপাদনশীলতা সৃষ্টি করে।
এর আগে, সপ্তাহে পাঁচ দিন অফিস সময়ের পরিবর্তে যুক্তরাজ্য অফিস সময় চার দিনে নামিয়ে আনার পাইলট প্রকল্প চালু করে। গত ফেব্রুয়ারির জরিপে দেখা গেছে, চার দিন অফিস সময় চালু করার ফল অত্যন্ত ইতিবাচক।
কেআই//