ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪,   কার্তিক ২২ ১৪৩১

কুমিল্লায় দেখা মিলছে বিরল শামুকখোল পাখির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০ এএম, ২৪ জানুয়ারি ২০২৪ বুধবার

ছবি: স্টার মেইল

ছবি: স্টার মেইল

এক সময় গ্রামগঞ্জে ঝাঁকে ঝাঁকে শামুকখোলের দেখা মিলত। বর্তমানে এর দেখা মেলা দুষ্কর হয়ে উঠেছে। এ যখন পরিস্থিতি তখন কুমিল্লার একটি গ্রামে পাখিটি আপন মনে ক্ষেত-খামারে ঘুরে বেড়াচ্ছে।

দূর থেকে দেখতে সাদা বকের মতো মনে হলেও লম্বা সরু দুটি পা নিয়ে দাঁড়িয়ে থাকা পাখিটির একটু কাছ থেকে দেখলে অনায়াসে চেনা যায়। 

লম্বা দুটি ঠোঁট দিয়ে শামুক ভেঙে খেতে ওস্তাদ, তাই পাখিটির এমন নাম হয়েছে বলে মনে করেন স্থানীয়রা। 

কুমিল্লা আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া গ্রামের প্রায় সব মাঠে, জলাভূমি, ধানক্ষেতে এখন দেখা মিলে শামুকখোলের। 

এএইচ