অপতথ্যকে জবাবদিহিতার আওতায় আনতে চায় সরকার: তথ্য প্রতিমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৫৪ পিএম, ২৫ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
তথ্য প্রতিমন্ত্রী বলেছেন, অপতথ্যকে জবাবদিহিতার আওতায় আনতে চায় সরকার। সেই সঙ্গে গণতন্ত্রের স্বার্থে সরকার তথ্যের অবাধ স্বাধীনতা চায়।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘সরকারের সমালোচনা থাকবে। তবে সঠিক তথ্যের ভিত্তিতে করতে হবে।’
অপতথ্য ও গুজবমুক্ত গণমাধ্যম গড়ে তুলতে বেসরকারি টেলিভিশনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘উদ্দেশ্যমূলক ভুল তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করলে তা রুখে দিতে হবে।’
শুরুতেই অ্যাটকোর পক্ষ থেকে ফুল দিয়ে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়।
গণতন্ত্র রক্ষায় রাষ্ট্রের কল্যাণে জবাবদিহিতা নিশ্চিতে অ্যাটকোর সহায়তা চান তথ্য প্রতিমন্ত্রী। এসময় অ্যাটকোর পক্ষ থেকে টেলিভিশন মালিকরা ক্যাবল অপারেটরিং ব্যবস্থা ডিজিটাল করার কথা তুলে ধরেন।
এএইচ