জবিতে শুরু হচ্ছে তিনদিনব্যাপী নাট্যোৎসব
জবি প্রতিনিধি
প্রকাশিত : ১১:৪২ এএম, ২৬ জানুয়ারি ২০২৪ শুক্রবার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নাট্যকলা বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী নাট্যোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৮, ২৯, ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দ্বিতীয় বারের মতো বসছে এ নাট্যোৎসব।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে এ নাট্যোৎসবের ঘোষণা দেন নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ক্যাথরিন পিউরীফিকেশন।
তিনি জানান, প্রথম দিন বেলা ১২টায় মোহাম্মদ খোরশেদ আলম রচিত ‘রাধামন ধনপুদি’ অবলম্বনে নাটক প্রদর্শন করা হবে। ওই নাটকে নির্দেশনা দিয়েছেন নাট্যকলা বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী পরম রাহা, মিল্টন চাকমা, প্রিয়া বণিক এবং আলিমুল ইসলাম। একই দিন সন্ধ্যা ৬টায় ওরিয়ানা ফাল্লাচ্চি রচিত লেটার টু এ চাইল্ড নেবার বার্ন অবলম্বনে নির্মিত নাটক প্রদর্শন করা হবে। ওই নাটকে নির্দেশনা দিয়েছেন নাট্যকলা বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী জোবায়দা ফয়সাল ইভা, ইব্রাহিম জামান এলিন, শামিমা আক্তার স্বর্ণা এবং ইব্রাহিম হোসেন সানিম।
দ্বিতীয় দিন বেলা ১২টায় মন্মথ রায় রচিত ‘রক্তকদম’ অবলম্বনে নির্মিত নাটক প্রদর্শন করা হবে। ওই নাটকে নির্দেশনা দিয়েছেন নাট্যকলা বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী শফিকুল ইসলাম, আরিফুর ইসলাম এবং লামিয়া। একই দিন সন্ধ্যা ৬টায় বুদ্ধদেব বসু রচিত ‘তপস্বী ও তরঙ্গিনী’ অবলম্বনে নাটক প্রদর্শন করা হবে। এতে নির্দেশনা দিয়েছেন নাট্যকলা বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী শাকিল আহমেদ, উচ্ছ্বাস তালুকদার ও সাবিহা হক।
শেষদিন বেলা ১২টায় আগস্ট স্ট্রিন্ডবার্গ রচিত মিস জুলি নাটকটি প্রদর্শন করা হবে। ওই নাটকে নির্দেশনা দিয়েছেন নাট্যকলা বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী নাফিস ইসমাম তাশিক এবং আনিকা ইবনাত অনামিকা। সন্ধ্যা ৬টায় মন্মথ রায় রচিত ‘যমালয়ে একবেলা’ নাটকটি প্রদর্শন করা হবে। যার নির্দেশনা দিয়েছেন নাট্যকলা বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী মো. মানিউর ইসলাম নিবিড়, জান্নাতুল ফেরদৌস রুনা ও শাহিনুল ইসলাম সাগর।
দর্শকরা নির্দিষ্ট স্টল থেকে টিকেট সংগ্রহ করে নাটকগুলো উপভোগ করতে পারবেন। এরজন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ৫০ টাকা এবং বিশ্ববিদ্যালয় বহির্ভূত দর্শকদের জন্য ১০০ টাকা টিকেট ফি নির্ধারণ করা হয়েছে।
নাটক নির্মাণ করেছেন নাট্যকলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবং অভিনয়ে কাজ করেছেন সকল বর্ষের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, নাট্যোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এবং উদ্বোধনী ভাষণ দিবেন নাট্যজন ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি।
এএইচ