ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

পেঁয়াজের বাম্পার ফলন, ভাল দাম পাওয়ায় খুশি কৃষক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৭ এএম, ২৭ জানুয়ারি ২০২৪ শনিবার

যশোরের শার্শা ও বেনাপোলে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। বাজারে দামও ভাল, তাই খুশি কৃষকেরা। 

৬০ টাকা কেজিতে বিক্রি করছেন প্রতি কেজি পেঁয়াজ। বাজারগুলোতে খুচরা ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। ব্যবসায়ীরা বলছেন, বাজারে দেশি পেঁয়াজের মজুদ বাড়ায় কমছে দাম। 

চলতি মৌসুমে উপজেলায় পেঁয়াজের ফলন ভাল হয়েছে। ফলে পেঁয়াজ চাষে ঝুকছেন অনেক কৃষকেরা। দাম ভাল পাওয়ায় পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে চাষীদের। অনেক একই জমিতে পেঁয়াজসহ মিশ্র সবজি চাষে দেখছেন লাভের মুখ। সংসারে ফিরছে স্বচ্ছলতা। 

২ শতক জমিতে ১৩শ’ টাকা খরচে ৪ হাজার টাকার পেঁয়াজ বিক্রি করেছেন বেনাপোলের চাষী ইদ্রিস আলী। আগামী বছরে ১০ গুণ বেশি জমিতে পেঁয়াজ চাষের আশা তারা। 

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার মণ্ডল জানান, শার্শা উপজেলায় ৫৩ হেক্টর জমিতে গ্রীষ্মকালিন ও ২৪০ হেক্টর জমিতে হয়েছে শীতকালিন পেঁয়াজ চাষ হয়েছে। লক্ষ্যমাত্রার অতিরিক্ত জমিতে এবার হয়েছে পেঁয়াজের চাষ। ফলন হয়েছে ভাল। কৃষকেরা দাম ও পাচ্ছেন ভাল। 

কৃষকের সার বীজসহ বিভিন্ন সহযোগিতা দেওয়ায় বাড়ছে চাষ। পেঁয়াজ চাষে সুদিন ফিরছে চাষীদের, জানান তিনি।

এএইচ