খোকসা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ
রঞ্জন ভৌমিক
প্রকাশিত : ০৯:৪৯ পিএম, ২৭ জানুয়ারি ২০২৪ শনিবার
নিয়মিত ক্লাস পরীক্ষায় মেধা প্রস্ফুটিত হয়। উচ্চশিক্ষায় অভিভাবক শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে আগামী উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার সারথি হিসেবে তোমরাই হবে উন্নত নাগরিক। তোমাদের নিয়মিত ক্লাস চর্চা মেধা বিকাশে অনন্য ভূমিকা রাখবে তোমাদের শিক্ষকগণ।
বৃহস্পতিবার খোকসা সরকারি কলেজ মিলনায়তনে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এ কথা বলেন। খোকসা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ডক্টর আব্দুল লতিফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক।
অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর হায়দার আলী,সাবেক ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বাবলু, সাবেক জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবুর রহমান হবি ও খোকসা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদুল ইসলাম।