একনজরে ২৮ জানুয়ারিতে ঢাকা স্টক একচেঞ্জের বিবিধ খবর
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:০৮ পিএম, ২৮ জানুয়ারি ২০২৪ রবিবার
একনজরে ২৮ জানুয়ারিতে ঢাকা স্টক একচেঞ্জের বিভিন্ন উল্লেখযোগ্য তথ্য।
ব্লকে ৩২ কোটি টাকার লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারে ব্লকে মোট ৪০টি কোম্পানির মোট ৩২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে মুন্নু সিরামিকের। কোম্পানিটির ৭ কোটি ৬৯ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিকন ফার্মার ৪ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ৩ কোটি ৯২ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড।
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সালভো কেমিক্যালের ৩ কোটি ৩৪ লাখ ৮৯ হাজার, বীচ হ্যাচারির ২ কোটি ৪৬ লাখ ৪২ হাজার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ২ কোটি ৩২ লাখ ৪০ হাজার, স্কয়ার ফার্মার ১ কোটি ৭৫ লাখ ২০ হাজার, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৫৯ লাখ ১০ হাজার, সিভিও পেট্রোকেমিক্যালের ৫১ লাখ ৪ হাজার এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪০ লাখ ৮০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লিগ্যাসি ফুটওয়্যারের উদ্যোক্তার সব শেয়ার বিক্রির ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা সামিনা নাজের কাছে কোম্পানির ৩ লাখ ৫৫ হাজার ২৮৪টি শেয়ার আছে। তিনি সম্পূর্ণ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই পাবলিক এবং ব্লক মার্কেট আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ উদ্যোক্তা উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবে।
ফিনিক্স ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
সূত্র মতে, ফান্ডটির উদ্যোক্তা ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের কাছে ফান্ডের ১৮ লাখ শেয়ার আছে। এর মধ্যে ৫ লাখ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেট আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ উদ্যোক্তা উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবে।
ন্যাশনাল টি’র দ্বিতীয় প্রান্তিকে লোকসান হয়েছে
গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। গত বছরের একই সময়ে মুনায়া হলেও আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
সূত্র মতে, সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৬ টাকা ৫২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিলো ১৪ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪০ টাকা ৪০ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ১ টাকা ৭৮ পয়সা।
গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ৮৮ টাকা ৫৯ পয়সা।
ন্যাশনাল পলিমার লোকসান হয়েছে দ্বিতীয় প্রান্তিকে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসির গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
শনিবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা। গত বছর একই সময়ে ০৫ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ০১ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ০৮ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ৬৭ পয়সা।
কপারটেকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
শনিবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। গত বছর একই সময়ে ০৫ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৭ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ২২ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৪৬ পয়সা।
আনলিমা ইয়ার্নের লোকসান হয়েছে দ্বিতীয় প্রান্তিকে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
শনিবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা। গত বছর একই সময়ে ০৭ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৬ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ০৮ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৩৬ পয়সা।
প্রিমিয়ার সিমেন্টের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
শনিবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৯ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ৭ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি ২ টাকা ৬৩ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে ২ টাকা ৪৫ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬০ টাকা ৯৫ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে রেনাটার
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
শনিবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৪৩ পয়সা। গত বছর একই সময়ে ৭ টাকা ৪৪ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৬ টাকা ২১ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ১৮ টাকা ৩০ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭৭ টাকা ২৩ পয়সা।
ডেসকোর দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে কোম্পানিটি চমক দেখিয়ে আগের বছরের তুলোনায় আয় বাড়িয়েছে ১ টাকা ০২ পয়সা বেশি।
জানা গেছে,চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১০ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ০.০৮ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে ৪ টাকা ৯২ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ২১ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৫ টাকা ৭২ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে অগ্নি সিস্টেমসের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
শনিবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। গত বছর একই সময়ে ৩১ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৮ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ৬৯ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৫৩ পয়সা।
শ্যামপুর সুগারের লোকসান বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৩৯ পয়সা। গত বছর একই সময়ে ৭ টাকা ৩৯ পয়সা লোকসান হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২১ টাকা ০৭ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান হয়েছিলো ২৬ টাকা ৬৯ পয়সা।
মূল্য সংবেদনশীল তথ্য নেই খান ব্রাদার্সের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটি জানায়।
সূত্র মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ০১ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ১০৩ টাকা ৪ পয়সা। আর গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার দর ২১৮ টাকা ৩ পয়সায় উন্নীত হয়। অর্থাৎ ১৮ কার্যদিবসে শেয়ারটির দর ১১৪ টাকা ৯ পয়সা বেড়েছে।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
বন্ধ হয়ে গেল স্টান্ডার্ড সিরামিকের কারখানা
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা কারখানা বন্ধ রয়েছে।
জানা গেছে, গত ২৬ জানুয়ারি থেকে কোম্পানিটির কারখানা বন্ধ রয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
কোম্পানিটি আরও জানিয়েছে, করোনা-পরবর্তী আর্থিক সংকট, বর্তমান বৈশ্বিক নেতিবাচক পরিস্থিতি, কাঁচামালের ঘাটতি এবং গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বর্তমানে কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এ কারণে সাময়িকভাবে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।