ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৫ এএম, ২৯ জানুয়ারি ২০২৪ সোমবার

সিরিয়া সীমান্তবর্তী জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন।

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে রোববার এ কথা প্রকাশ করেছে। 

বিবৃতিতে বলা হয়, সিরিয়া সীমান্তের কাছে জর্ডানের উত্তরপূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে একটি ড্রোন হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।

ওয়ানওয়ে ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। ওয়ানওয়ে ড্রোনে বিস্ফোরক থাকে যেটি লক্ষ্যবস্তুতে পৌঁছে গিয়ে বিস্ফোরণ ঘটায়। 

এ হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কোনো হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের মৃত্যুর ঘটনা ঘটল। 

যুক্তরাষ্ট্রের দাবি, হামলাটি সিরিয়া ও ইরাকে সক্রিয় ইরান-সমর্থিত জঙ্গি গোষ্ঠী দ্বারা পরিচালিত হয়েছে।

এএইচ