বানারীপাড়ায় অবৈধ ৫টি ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৩০ পিএম, ২৯ জানুয়ারি ২০২৪ সোমবার
পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ ইকবাল হোসেনের নির্দেশনা মোতাবেক বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।পরিবেশ অধিদপ্তরের ঢাকার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
উক্ত অভিযানে এ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, র্যাব-৮, বরিশাল জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান, বরিশাল ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান পরিচালনাকালে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত নিম্মোক্ত ড্রাম চিমনীযুক্ত ৪টি ও জিগজ্যাগ পদ্ধতির একটি ইটভাটার কিলন ও চিমনী ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং কাঁচা ইট সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।
২টি ইটভাটা থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী।
এএইচ