ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

প্রধানমন্ত্রীর ‘স্পীচ রাইটার’ পদে পুনঃনিয়োগ পেলেন নজরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫৪ পিএম, ২৯ জানুয়ারি ২০২৪ সোমবার

প্রধানমন্ত্রীর ‘স্পীচ রাইটার’ পদে মো. নজরুল ইসলামকে চুক্তিভিত্তিক পুনরায় নিয়োগ দেয়া হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে ‘মো. নজরুল ইসলামকে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদ পর্যন্ত চুক্তিভিত্তিক প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যা আগে ঘটে), অথবা অন্যান্য সংস্থার সাথে সম্পর্ক বাতিল করার শতে’ সরকারের একজন সচিবের পদমর্যাদা ও বেতনে প্রধানমন্ত্রীর ‘বক্তব্য লেখক’ পদে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে।’

নিয়োগের শর্ত অনুমোদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, নজরুল ইসলাম ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে প্রধানমন্ত্রীর তৃতীয় মেয়াদ পর্যন্ত প্রধানমন্ত্রীর (সচিব মর্যাদা) ‘বক্তৃতা লেখক’ পদে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৫ সালে যুগ্ম সচিব এবং ২০১৭ সালে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান।

তিনি ২০০৯ সাল থেকে অতিরিক্ত প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব (গ্রেড-১) এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে দায়িত্ব পালন করেছেন।

বিসিএস ১৯৮৪ ব্যাচের (তথ্য) সদস্য ছিলেন নজরুল ইসলাম। তিনি একজন প্রাবন্ধিক, ঔপন্যাসিক, নাট্যকারের পাশাপাশি চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাতা।

এএইচ