রাশিয়ার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধন করলেন পুতিন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ২৯ জানুয়ারি ২০২৪ সোমবার
আগামী ১৫ থেকে ১৭ মার্চ রাশিয়ায় অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে নিবন্ধিত হয়েছেন ভ্লাদিমির পুতিন।
সোমবার দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করেছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করেছে রাশিয়া। সে অভিযান এখনও চলছে। তার মধ্যেই রাশিয়ায় হতে চলেছে এই প্রেসিডেন্ট নির্বাচন। সমর্থক ও বিরোধী উভয় পক্ষের জোর ধারণা, পুতিন আবার রাশিয়ার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।
নতুন আরেক দফায় রাশিয়ার প্রেসিডেন্ট হয়ে ছয় বছরের মেয়াদকাল পূর্ণ করলে পুতিন একটি রেকর্ড গড়বেন। সে ক্ষেত্রে তিনি ১৮ শতকের পর রাশিয়ার সবচেয়ে দীর্ঘ সময়ের শাসক হবেন।
২০০০ সাল থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়ায় ক্ষমতায় আছেন পুতিন।
সূত্র : এপি।
কেআই//