ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বান্ধবীকে উত্যক্তের প্রতিবাদ করায় হাসপাতালে নোবিপ্রবি শিক্ষার্থী

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৪ এএম, ১ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার

বান্ধবীকে উত্যক্তের প্রতিবাদ করায় বখাটের হামলায় গুরুতর আহত হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থী। পরবর্তীতে তাকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর মাইজদী হাউজিংয়ে বখাটে কর্তৃক এ হামলার শিকার হয় উক্ত শিক্ষার্থী। 

জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শামীম আহমেদ সন্ধ্যায় বান্ধবীদের নিয়ে হাউজিং এলাকায় মেস-বাসা ভাড়ার সন্ধানে বের হন। পথে তাদের পিছু নেয় কয়েকজন বখাটে। একপর্যায়ে বখাটেরা ছাত্রীদের উত্যক্ত করলে প্রতিবাদ জানান শামীম। 

প্রতিবাদের জেরে ৬-৭ জনের সংঘবদ্ধ বখাটে দল নোবিপ্রবির ওই ছাত্রের ওপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতরভাবে আহত হন শামীম। সেখান থেকে তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়।

শামীম আহমেদের শারীরিক অবস্থার বিষয়ে নোয়াখালী সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, ভুক্তভোগী ছাত্রের হাতে ও পায়ে উপর্যুপরি আঘাত করেছে দুর্বৃত্তরা। তার হাতের একটি আঙুল ভেঙে গেছে। আঙুলের চিকিৎসার জন্য অপারেশন করতে হবে। এরই মধ্যে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান রিমন বলেন, ‘এটি খুবই ন্যাক্কারজনক ঘটনা। দূরদূরান্ত থেকে শিক্ষার্থীরা নোয়াখালীতে উচ্চশিক্ষার জন্য আসে। তাদের ওপর এমন হামলা মোটেও কাম্য নয়। ঘটনা তদন্ত করে প্রয়োজনে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইনি সহায়তা নেব।’

এএইচ