টাকা ছাড়া সরকারী হাসপাতলে মিলছে না হুইল চেয়ার-ট্রলি (ভিডিও)
অখিল পোদ্দার, একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
টাকা ছাড়া ঘোরে না হাসপাতালের ট্রলি। বকশিস না দিলে মেলে না রোগীদের হুইল চেয়ার। সরকারি হাসপাতালের এসব সিন্ডিকেট প্রতিনিয়তই পকেট কাটছে রোগীর স্বজনদের।
দিনে-রাতে দূর দূরান্ত থেকে এ্যাম্বুলেন্সে রোগী এসে ভর্তি হন রাজধানীর বিভিন্ন হাসপাতালে।
অতপর হুইল চেয়ার কিংবা ট্রলিতে চেপে রোগীদের নিয়ে যাওয়া হয় জরুরী বিভাগে। অথচ ডাক্তার অব্দি পৌঁছাতে ভোগান্তি পোহাতে হয় রোগীদের।
হাসপাতালের বয়, নার্স কিংবা সর্দারদের সিন্ডিকেট পরিচালনা করে ট্রলি আর হুইল চেয়ার বাণিজ্য। সরকারি সম্পদ হলেও রোগীর স্বজনেরা যেনো এসব ব্যবহার করতে না পারেন সেজন্য তালা মেরে রাখা হয় ট্রলি আর হুইল চেয়ারে।
টাকার বিনিময়ে ট্রলি বহনের কথা স্বীকারও করেন কেউ কেউ।
চিকিৎসকেরা বলছেন, রোগীসেবার জন্য প্রশিক্ষিত ট্রলিম্যান থাকা অতি জরুরী।
বিষয়টি নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালক ডা. উত্তম জানান, ওয়ার্ড মাষ্টার নিয়ন্ত্রিত কিছু বহিরাগত মানুষের মাধ্যমে এই বিষয়গুলো নিয়ন্ত্রিত হয়, যারা কিছু টিপস নিয়েই তাদের বেতন পায়। ইমার্জেন্সি বিভাগে ট্রলি বয় নামে আমাদের কোনও পদ নেই।
ভূক্তভোগীদের অভিযোগ, ২৪ ঘন্টা তৎপর ট্রলি সিন্ডিকেট। হাসপাতাল প্রশাসনে অভিযোগ দিয়েও ফল পাচ্ছেন না তাঁরা।
এমএম//