বেলুচিস্তানে হাইওয়ে অবরোধ করেছে বিক্ষোভকারীরা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
বেলুচিস্তানে একজন জোরপূর্বক গুম হওয়ার পর চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) মহাসড়ক অবরুদ্ধ করে রাখা হয়েছে। বেলুচ কর্মী মাহরাং বলেছেন যে, নিখোজের পরিবার সিপিইসি রুট অবরোধ করেছে এবং তার মুক্তি দাবি করেছে।
মাহরাং বালুচ পাকিস্তানের ফ্রন্টিয়ার কর্পস অফিসারদের বিরুদ্ধে বিক্ষোভকারীদের হুমকি ও মারধরের অভিযোগ করেছেন। তিনি আরও জানান, নিখোঁজ ব্যক্তির পরিবারের পক্ষ থেকে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বালুচের শেয়ার করা ছবিতে দেখা যায়, লোকজন জোর করে নিখোঁজ হওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ করছে।
এক্স-এ একটি পোস্টে মাহরাং বালুচ বলেছেন, জোরপূর্বক নিখোঁজের আরেকটি ঘটনা। কেচের বাসিন্দা ওয়াহিদ বক্সকে তার বাড়ি থেকে অপহরণ করা হয়েছে। তার পরিবার ন্যায়বিচার ও তার মুক্তির দাবিতে সিপিইসির পথ বন্ধ করে দিয়েছে। এফসি কর্মকর্তারা বিক্ষোভকারী ও তার পরিবারকে হুমকি ও মারধর করলেও পরিবার তাদের প্রতিবাদ অব্যাহত রেখেছে।
নিখোঁজ ব্যক্তির নাম ওয়াহিদ বখশ, তিনি বেলুচিস্তানের কেচ জেলার বাসিন্দা। বেলুচিস্তান পোস্টের খবরে বলা হয়, সোমবার ও মঙ্গলবারের মধ্যবর্তী রাতে পাকিস্তানি বাহিনী কেচ থেকে এক বৃদ্ধকে জোর করে গুম করে নিয়ে যায়।
বেলুচিস্তান পোস্টের খবরে বলা হয়, তুরবত শহরের উপকণ্ঠে সামিতে পাকিস্তানি বাহিনী একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে জোর করে গুম করে। ঘটনার পর নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা সামির কাছে এম-৮ সিপিইসি হাইওয়ে অবরোধ করে তার নিরাপদে ফিরিয়ে দেয়ার দাবি জানায়।
মহাসড়কে অবস্থান ধর্মঘট চলাকালীন বিপুল সংখ্যক পাকিস্তানি বাহিনী বিক্ষোভকারীদের ঘিরে ফেলে এবং বন্দুক প্রদর্শন করে। এই সময় তাদের মধ্যে সংঘর্ষ হয় এবং পাক বাহিনী বিক্ষোভকারী অন্য এক যুবককে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে জানা গেছে।
শুক্রবার একই হাইওয়েতে অবস্থান ধর্মঘটের পর বাহাদুর চাকার নামে এক যুবককে জোর করে গুম করে পাক বাহিনী। সোমবার জেলা প্রশাসন ও নির্যাতিতার পরিবারের মধ্যে সফল আলোচনার পর ওই যুবককে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
এদিকে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বেলুচ মানবাধিকার কাউন্সিলের (বিএইচআরসি) জমা দেওয়া একটি লিখিত বিবৃতি পেয়েছেন। যেখানে সাম্প্রতিক বছরগুলোতে বেলুচিস্তানে জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ক্রমবর্ধমান ঘটনা তুলে ধরা হয়েছে।
বিবৃতিটি অনলাইনে পাঠানো হয়েছে এবং জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশনে এ বিষয়ে (২৬ ফেব্রুয়ারি-৫ এপ্রিল) বক্তব্য রাখা হবে।
জাতিসংঘে বিশেষ পরামর্শক মর্যাদাপ্রাপ্ত বেসরকারি সংস্থা সেন্টার ফর জেন্ডার জাস্টিস অ্যান্ড উইমেন এমপাওয়ারমেন্টের মাধ্যমে বিএইচআরসি এজেন্ডা-৪ এর আওতায় এ বিবৃতি পেশ করেছে।
বিবৃতিতে ২০২৩ সালে যাচাই করা মামলার সংখ্যা উল্লেখ করে বেলুচিস্তানে জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ক্রমবর্ধমান সংকটের দিকে দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে।
বিবৃতিতে বিএইচআরসি বলেছে, ২০২৩ সালে বেলুচিস্তানে ৫০৬ জনকে জোরপূর্বক গুমের শিকার করা হয়েছে। পাকিস্তানি নিরাপত্তা বাহিনী বিচারবহির্ভূতভাবে নিখোঁজ ৪৭ জনকে হত্যা করেছে। ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত জোরপূর্বক নিখোঁজ হওয়া ব্যক্তির সংখ্যা ছিল ৩৬৭।
বেলুচিস্তানে মানবতাবিরোধী অপরাধ প্রায় প্রতিটি পরিবারের জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছে। নিহতদের পরিবার তাদের সদস্যদের নিখোঁজের যন্ত্রণা সহ্য করছে। অধিকন্তু, এই পরিবারগুলি যখন জোরপূর্বক নিখোঁজের বিরুদ্ধে রিপোর্ট করে বা কথা বলে তখন হয়রানি, ভয় দেখানো এবং শারীরিক হুমকি বা আক্রমণের মুখোমুখি হয়।