ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

সিন্ডিকেটের হুমকি উপেক্ষা করে কম দামে মাংস বিক্রি (ভিডিও)

রাসেল খান

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার | আপডেট: ০৩:১৭ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার

সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রি করছেন মিরপুরের ব্যবসায়ি উজ্জল হোসেন। ব্যাপারটি নিয়ে অন্য ব্যবসায়ীরা চড়াও হলে কাফনের কাপড় গলায় নিয়ে দোকানদারি করছেন তিনি। গাবতলী গরুর হাটে উজ্জ্বলকে অবাঞ্চিত ঘোষণা করলেও পিছপা হননি এই মাংস বিক্রেতা। 

গরুর মাংসের উচ্চমূল্য যখন আলোচনার বিষয়, ক্রেতাদের তখন ৫৯৫ টাকায় মাংস খাওয়ান শাহজানপুরের কসাই খলিলুর রহমান। মিরপুরের লালমাটি এলাকার ব্যবসায়ি উজ্জল হোসেন এবার সুলভে মাংস বিক্রি শুরু করেছেন।

সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত উজ্জ্বলের দোকানে এখন উপচে পড়া ভিড়। 

উজ্জ্বল বলছেন, আগে তিনি জবাই করতেন দুই থেকে তিনটা গরু। প্রতিদিন এখন দশ থেকে বারোটি গরু জবাই করছেন তিনি।  

মিরপুর-১১ মাংস ব্যবসায়ী উজ্জ্বল হোসেন বলেন, “হাটে গেলে কসাইরা নানান কথা বলছেন। তারা বলছে আপনি এখানে আসবেননা, সমস্যা হবে। তাদের জন্যই কাফনের কাপড় হাতে নিয়েছি, যেহেতু একজনকে মেরে ফেলা হয়েছে।”

অল্প দামে গরুর মাংস বিক্রি করে আলোচনায় আসেন শাজাহানপুরের খলিল। আইনশৃঙ্খলাবাহিনী থাকায় তাকে সহযোগিতায় করায় নতুন করে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। 

শাহজাহানপুরের মাংস ব্যবসায়ী মোহাম্মাদ খলিল বলেন, “৬৫০ টাকা করে বিক্রি করলে স্টাফ খরচ দিয়ে দেখা যায় দিনে ৪-৫ হাজার টাকা থাকছে।”

গরুর মাংসের সিন্ডিকেট ভেঙ্গে ন্যায্য দামে তা পাওয়ায় বেশ খুশি সাধারণ ক্রেতা। 

ক্রেতারা জানান, যদি এই দামে উজ্জ্বল বিক্রি করতে পারেন তাহলে সারাদেশের অন্য মাংস বিক্রেতারা ইচ্ছে করলেই পারেন। এখান থেকে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে মাংস নিতে পারছেন।

এমন উদ্যোগে শামিল হতে গিয়ে অনেকেই পড়েছেন সিন্ডিকেটের রোষানলে। কম দামে মাংস বিক্রির ঘোষণা দিয়েও সরে এসেছেন কেউ কেউ। 

মাংস বিক্রির ধরণ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

ব্যবসায়ীরা বলেন, “এখানে সিস্টেম দাঁড়িয়েছে যে এক দোকানে যে দামে বিক্রি করবে সবাইকে সেই দামেই বিক্রি করতে হবে।

সিন্ডিকেট ইচ্ছেমতো দাম বাড়ালে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলারক্ষা বাহিনী।

র‌্যাব আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, “যেখানে হুমকি দেয়া হচ্ছে এবং যারা ভুক্তভোগী তারা মামলা করছেন। সেই মামলার প্রেক্ষিতে সুনির্দিষ্ট ব্যক্তিকে শনাক্ত করে আমরা মামলায় সোপর্দ করছি।”

অন্য ব্যবসায়ীদেরও সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি।

এএইচ