ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

ডিশলাইন যাবে মাটির নিচে: তথ্য প্রতিমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪৬ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার

ক্যাবল টিভির অপারেটরদের আইনের ভেতর থেকে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।

রোববার (৪ ফেব্রুয়ারি) ক্যাবল টিভি অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ডিশ লাইনের ক্যাবলগুলো মাটির নিচ দিয়ে নিতে হবে। মাটির ওপরে কোনো ক্যাবল থাকবে না। আর উন্নত প্রযুক্তির সঙ্গে সমন্বয় রাখার পাশাপাশি, দেশের আইন মেনেই সম্প্রচারের কাজ করতে হবে।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, টেলিভিশন চ্যানেলগুলো অপারেটরের ক্ষেত্রে দেশের আইন ও নিরাপত্তার কোনো ব্যত্যয় হোক সেটি যেন না হয়। কোথাও কোনো ব্যত্যয় হলে সেটি গুরুত্বের সঙ্গে দেখা হবে বলেও জানান তিনি। 

সভায় কোয়াব প্রতিনিধিরা বলেন, ক্যাবল অপারেটররা প্রস্তুত থাকার পরও এই খাত এখনও ডিজিটালাইজড হয়নি, যা দুঃখজনক। এছাড়া অপারেটরদের ইন্টারনেট ব্যবসা থেকেও বিরত রাখা হয়।

এসব বিষয়ে সমন্বিত পদক্ষেপ নেয়ার দাবি তুলে ক্যাবল টিভি সম্পর্কিত যাবতীয় আইন-বিধি সংস্কারের দাবি জানান তারা। 

এমএম//