ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অছাত্রদের হল ছাড়ার নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলোতে অবৈধভাবে অবস্থানরত অছাত্রদের আগামী ৫ কর্মদিবসের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, হলে অবস্থানরত অছাত্রদের আগামী ৫ কর্মদিবসের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত তারিখের মধ্যে আবাসিক হল ছাড়লে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া ক্যাম্পাসে অনুমোদনহীন অটো রিকসা চলাচল বন্ধ করা, ভাসমান দোকানপাট উচ্ছেদ এবং ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

কেআই//