পতনের মুখে জান্তা সরকার, দেশ ছেড়ে পালাচ্ছে নাগরিকরা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫১ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার
মিয়ানমার সামরিক জান্তার সাথে সশস্ত্র সংগঠন আরকান আর্মির তুমুল লড়াই চলছে। একের পর এক শহর দখল করে নিচ্ছে বিদ্রোহীরা।
সংবাদমাধ্যমগুলো বলছে, লড়াই সব এলাকায় ছড়িয়ে পড়েছে। এতে পতনের মুখে পড়েছে জান্তা সরকার। প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালাচ্ছেন সাধারণ নাগরিকরা।
মিয়ানমারের সেনাবাহিনী হেলিকপ্টারে করে মহড়া দেয়ার পাশাপাশি নির্বিচারে গুলি চালাচ্ছে।
তবে, আরাকান আর্মি গত ১৩ নভেম্বর রাখাইনে অপারেশন শুরু করার পর পাউকতাও শহর এবং চিন প্রদেশের পালেতাওয়া শহরসহ ১শ’৬০টি অবস্থান থেকে উৎখাত করেছে মিয়ানমার বাহিনীকে।
শস্ত্র বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর শত শত সদস্য হয় বিদ্রোহী গ্রুপগুলোর কাছে আত্মসমর্পণ করেছে; না হয় পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে প্রতিবেশি দেশে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী- অগ্নিগর্ভ পুরো মিয়ানমার।
এর প্রতিফলন দেখা যাচ্ছে বাংলাদেশ সীমান্তেও। বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরে সামরিক জান্তার সঙ্গে স্বাধীনতাকামী সংগঠন আরকান আর্মির তুমুল লড়াই অব্যাহত রয়েছে।
এএইচ