ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫,   পৌষ ২০ ১৪৩১

বেনাপোলে দুটি ওয়ানশুটার গানসহ গ্রেফতার ২

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৮ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার | আপডেট: ০৮:৫৯ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামে অভিযান চালিয়ে দুটি ওয়ানশুটার গানসহ রুবেল হোসেন (৩৩) ও ইয়াসিন আলম (৩০) নামে ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকালে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের জালাল উদ্দিনের ছেলে ও ইয়াসিন আলম একই গ্রামের ওবায়দুর রহমানের ছেলে। 

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল পুটখালী গ্রামের বলফিল্ড নামক স্থানে অভিযান চালিয়ে রুবেল হোসেন এবং ইয়াসিন আলমকে দুটি ওয়ানশুটার গানসহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে র‌্যাব জানায়।

এএইচ