ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

বিশ্ব ইজতেমায় আসা ভারতীয় মুসল্লিরা দেশে ফিরছেন

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৪ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার

মুসলিম উম্মার বৃহত্তর জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষে ভারতীয় মুসল্লিরা দেশে ফিরতে শুরু করেছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টা থেকে বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসের কার্যক্রম শেষ করে তারা নিজ দেশে ফিরছেন।

বন্দর সূত্র জানা যায়, বিশ্ব ইজতেমা শুরুর আগে থেকে বিপুল সংখ্যক ভারতীয় মুসল্লিরা বাংলাদেশে আসে। ঢাকার টঙ্গীর তুরাগ তীরে গত বৃহস্পতিবার আমবয়ানের মধ্য দিয়ে এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। প্রার্থনা আর ক্ষমার মধ্য দিয়ে শনিবার শেষ হয় মাওলানা জোবায়ের গ্রুপের ইজতেমা। 

ইজতেমা শেষে ভারতীয় মুসল্লিরা দেশে ফেরার জন্য বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসে আসেন। আজ সকাল থেকে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

কয়েকজন মুসল্লি অভিযোগ করে বলেন, ‘ধর্মীয় কাজে বাংলাদেশে এসেছি। ফেরার সময় আমাদের প্রতিজনের কাছ থেকে ভ্রমণকর ও পোর্ট ট্যাক্স বাবদ এক হাজার ৫৫ টাকা করে নেওয়া হয়েছে। যা আমাদের জন্য কষ্টদায়ক। বাংলাদেশ সরকারের উচিত আমাদের জন্য এই ভ্রমণকর ও পোর্ট ট্যাক্স প্রত্যাহার করা।’

বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) শফিক আহমেদ জানান, ইজতেমা শেষে ভারতের মুসল্লিরা দেশে ফিরতে শুরু করেছে। তাদের যাতে কোনও সমস্যা না হয় সেজন্য অতিরিক্ত ডেস্ক এবং অফিসার বাড়ানো হয়েছে। শান্তি-শৃঙ্খলার সঙ্গে তারা ফিরে যাচ্ছেন। 

এএইচ