ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫,   পৌষ ২০ ১৪৩১

মোটরসাইকেল থেকে পরে কলেজশিক্ষার্থীর মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৫ এএম, ৬ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার | আপডেট: ১০:২৬ এএম, ৬ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার

ঢাকার দোহারের পদ্মা সরকারি কলেজের স্বর্ণা আক্তার নামে এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। 

সোমবার সকালে শ্রীনগর উপজেলার কামারগাঁ আইডিয়াল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত স্বর্ণা পদ্মা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থী এবং দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ঢালারপাড় এলাকার সেকেন্দার খালাসীর মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে স্বর্ণা একটি ছেলে সাথে মোটরসাইকেলে যাওয়ার সময় কামারগাঁ আইডিয়াল স্কুলের সামনে পরে যায়। এ সময় পেছনে থাকা ইটবহনকারী একটি মাহেন্দ্র স্বর্ণার মাথায় আঘাত করে পালিয়ে যায়। 

এতে ঘটনাস্থলেই মারা যায় স্বর্ণা। এরপরই বাইকের চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার পরিচয় জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তাইয়বী জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এএইচ