ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ডিটিবিএ নির্বাচন স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:০০ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার

ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন (ডিটিবিএ) নির্বাচন ২০২৪-২০২৫ স্থগিত ঘোষণা করেছেন আদালত। 

সোমবার ঢাকার চতুর্থ সিনিয়র সহকারী জজ আদালত এই স্থগিতাদেশ দেন।

অভিযোগ রয়েছে, ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন নির্বাচনের নির্বাচন কমিশন এবং নির্বাচন সচিব কর্তৃক গত ১ ফেব্রুয়ারি প্রতিদ্বন্দ্বিতাকারীদের যে তালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে একতরফাভাবে আংশিক তালিকা প্রকাশ করে। অন্যান্য দাখিলকৃত মনোনয়ন প্রার্থীদের তালিকা রহস্যজনক কারণে প্রকাশ করা হয়নি। 

প্রকাশিত তালিকার বিরুদ্ধে আপত্তি জানিয়ে চতুর্থ সিনিয়র সহকারী জজ আদালতে মোকাদ্দমা দায়ের করা হয়। 

এ প্রেক্ষিতে আদালত এক রায়ের মাধ্যমে ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন নির্বাচনের প্রার্থীদের তালিকা প্রকাশ সংক্রান্ত নোটিশ/তালিকা স্থগিত ঘোষণা করেন।

সংশ্লিষ্টরা জানান, তালিকায় বঞ্চিত প্রার্থীরা ছিলেন আওয়ামী কর আইনজীবী লীগের মনোনীত এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কর্তৃক সমর্থিত প্যানেল। রহস্যজনক কারণে ওই সকল প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন সম্পর্কে নির্বাচন কমিশন এবং নির্বাচন সচিব কোনরূপ মন্তব্য ব্যতিরেকে তাদেরকে বাদ দিয়ে তালিকা প্রকাশ করেন। 

যা রীতিমতো গঠনতন্ত্রের পরিপন্থী ও বারের সুষ্ঠ রাজনীতির পথে অন্তরায়। প্রকারান্তরে নির্বাচন সচিব এবং নির্বাচন কমিশনের এহেন দূরভিসন্ধি মূলক আচরণে সাধারণ কর আইনজীবীদের মধ্যে ক্ষোভ সঞ্চার সৃষ্টি হয়েছে।

এএইচ