ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

জবিতে নতুন পাঁচ সহকারী প্রক্টর নিয়োগ

জবি প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫২ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদে নতুন দ্বায়িত্ব পেয়েছেন বিভিন্ন বিভাগের পাঁচ শিক্ষক।

সোমবার (৫ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান সাক্ষরিত পৃথক পাঁচটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তারা হলেন মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কিশোর রায়, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুনিরা জাহান, ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনির হোসেন, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কেএম সুজাউদ্দীন এবং লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক নুমান মাহফুজ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সংবিধি ১৫(১) বিধি মোতাবেক তাদেরকে নিয়োগ দেয়া হয়। আগামী দুই বছর এই পাঁচ শিক্ষক সহকারী প্রক্টরের দ্বায়িত্ব পালন করবেন। 

এএইচ