২৩ বাংলাদেশীকে ফেরানোর সিদ্ধান্ত ছাড়াই বিজিবি-বিএসএফ বৈঠক শেষ
ফেনী প্রতিনিধি
প্রকাশিত : ১২:১৮ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার
ফেনীর ছাগলনাইয়ায় ভারতীয় সীমান্তে ২৩ বাংলাদেশীকে ধরে নেওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। সোমবার রাত ২টার দিকে বাংলাদেশ-ভারতীয় সীমান্তের ৯৯ পিলার পূর্ব ছাগলনাইয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সন্ধ্যায় পাতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে ২৩ বাংলাদেশী নাগরিকদের পরিচয়পত্র দিলেও কোন সিদ্ধান্ত ছাড়াই পতাকা বৈঠক শেষ হয়।
স্থানীয়দের ভাষ্য মতে, সোমবার রাতে ভারতের সমরগঞ্জ আর বাংলাদেশের ৯৯ পিলারের কাছে সীমান্ত দিয়ে চিনির বস্তা পারাপারে লেবারের কাজ করছিল শতাধিক লেবার। এসময় বিএসএফ তাদের ধাওয়া করলে অনেকে পালিয়ে বাঁচতে পারলেও ২৩ জনকে তারা ধরে নিয়ে যায়।
ধরাপড়া বাংলাদেশীদের ফিরিয়ে আনতে পূর্ব ছাগলনাইয়া বিজিবি ক্যাম্পে তাদের জাতীয় পরিচিয়, জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দেন স্বজনরা।
ঘটনা সম্পর্কে অবগত করা হয় ফেনী বিজিবিকে। বিধিমোতাবেক আইনি পদক্ষেপ নেওয়া হবে জানান ফোর বিজিবি ফেনীর কোম্পানী কমান্ডার লে.কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা।
এএইচ