তেল-গ্যাস আমদানিতে ২.১ বিলিয়ন ডলার ঋণ দেবে সৌদি প্রতিষ্ঠান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার
জ্বালানি তেল ও এলএনজি আমদানিতে ২ দশমিক ১ বিলিয়ন ডলার ঋণ দেবে সৌদি আরবের ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন (আইটিএফসি)।
বুধবার (৭ ফেব্রুয়ারি ) সচিবালয়ে এ সংক্রান্ত ঋণচুক্তি সই হয়েছে।
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইটিএফসির পক্ষে সিওও এম নাজিম নুরদালি চুক্তিতে সই করেন। আর বাংলাদেশের পক্ষে সই করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নুরুল আলম।
বিষয়টিকে বাংলাদেশের জন্য মাইলফলক বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, আমরা অনেকদিন ধরেই আইডিবি জেদ্দার সহযোগিতা নিচ্ছি। এতদিন তাদের সহায়তা শুধুমাত্র তেল কেনার জন্য ব্যবহৃত হতো। এবার ৫০০ মিলিয়ন গ্যাস এবং বাকি অর্থ তেল কেনার জন্য ব্যবহৃত হবে।
এ চুক্তির মাধ্যমে জ্বালানি খাতের সংকট অনেকটা দূর হয়ে যাবে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
এ সময় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদসহ জ্বালানি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএম//