ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

নারায়ণগঞ্জে ১৯ ইটভাটাকে ৭০ লাখ টাকা জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার

নারায়ণগঞ্জের বন্দরের ১৯ টি অবৈধ ইটভাটাকে ৭০ লক্ষ টাকা জরিমানাসহ তিনটি ভাটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরে ভ্রাম্যমাণ আদালত। 

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারি সচিব কাজী তামজীদ আহাম্মেদের নেতৃত্বে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই অভিযান। এসময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাসহ ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে কাজী তানজীদ আহাম্মেদ বলেন, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশে ১০০ দিনের কর্মসূচির অংশ হিসেবে চালানো হয় এ অভিযান।

পরিবেশগত ছাড়পত্র না থাকা, মাটি ব্যবহার আইন, কৃষি জমির মাটি ব্যবহার ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ভাটা স্থাপনের দায়ে মোট ১৯ টি ইটভাটাক ৭০ লক্ষ টাকা জরিমানা আদায়সহ ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে ৩টি ইটভাটাকে এক্সকাভেটর দিয়ে ভেঙ্গে তাদের কার্যক্রম স্থায়ী ভাবে বন্ধ করা হয়েছে।

এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ মুজাহিদ সহ জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএম//