টিসিএ`র নতুন সভাপতি তানভীর-সম্পাদক জীবন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৩০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার | আপডেট: ০৩:৩১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
উৎসবমুখর পরিবেশে শেষ হলো টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-টিসিএর কার্যকরি কমিটির নির্বাচন।
টেলিভিশনে কর্মরত চিত্র সাংবাদিকদের একমাত্র পেশাজীবী সংগঠন টিসিএর সদস্যদের ভোট গ্রহণ চলে শুক্রবার সারাদিন।
এবারের নির্বাচনে ৬৪১ জন ভোটারের মধ্যে ভোট কাস্ট হয়েছে ৫৯৭জনের। ১৯টি পদে প্রার্থীদের লড়াইয়ে মাঠে ছিলেন ৩০ জন প্রার্থী।
সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭.৩০মি. পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচন কমিশনার কে. জেড. সোহেল শহিদ ইসলামের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার মো. হারুন অর রশিদ তালুকদার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে লড়াইয়ে ছিলেন দুজন। এই পদে ৩১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন একুশে টেলিভিশনের মো. ফারুক হোসেন তানভীর। সাধারণ সম্পাদক পদে ৩০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের শহিদুল হক জীবন।
এছাড়া বিজয়ী হয়েছেন, সহ-সভাপতি পদে হেলাল আহমেদ সজীব ও শাফিন আহমেদ বাবু। সহ-সাধারণ সম্পাদক, মো. মহসীন মুকুল ও মো. সুমন জাপান, সাংগঠনিক সম্পাদক তফসীর মো. হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল হাকিম পলাশ, অর্থ সম্পাদক ফরীদ আহমেদ, সহ-অর্থ সম্পাদক শেখ মো. নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক আল মাসুম সবুজ, সহ দপ্তর সম্পাদক মো. আবু হানিফ সোহেল ও মো. আবু তালেব হাসান, প্রচার সম্পাদক নূরে আলম, সহ প্রচার সম্পাদক মো. সোহেল,
কার্যনির্বাহী সদস্য চর জন- মো. সোহাগ খান, মো. সিরাজুল হক (রুমেল ), মো. হাসান মাহমুদ ( রোকন ) ও খোকন কর্মকার।
এমএম//