এনালগ দিনগুলো : স্মৃতি রোমান্থনধর্মী অনন্য গ্রন্থ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:০৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার | আপডেট: ০৩:২৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
মোহাম্মদ মাসুদ খানের সৃষ্টিশীলতা বিশেষ করে, জীবনের বহুমাত্রিক বিষয় নিয়ে লিখিত ছড়া ও কবিতাগুলো সে সময় দারুণভাবে উপভোগ্য ছিল। ফলে সেগুলো আশির দশকে বাংলাদেশের জাতীয় পত্রিকার ছোটদের বিভাগে নিয়মিতভাবে প্রকাশিত হয়েছে। সে কারনে তখন তিনি প্রতিশ্রুতিশীল ছড়াকার হিসেবে ঢাকার সাহিত্যজগতে পরিচিত হয়ে ওঠেন।
আর তারই ধারাবাহিকতায় তিনি এবারের বইমেলায় প্রকাশ করেছেন স্মৃতি রোমান্থনধর্মী গ্রন্থ “এনালগ দিনগুলো” এই বইয়ে মোহাম্মদ মাসুদ খান তার পঞ্চাশ অধিক বছরের যাপিত জীবনকে সবার সামনে তুলে ধরেছেন। প্রথমেই বইটির নামকরণের প্রসঙ্গে আস যাক। এনালগ দিনগুলো তাৎপর্যপূর্ণ এই জন্য যে, এই নামের মধ্য দিয়ে তিনি তার সময়ের জীবনকালকে বর্তমান সময়ের দিনযাপন থেকে পৃথক করেছেন। কারণ তিনি তার শৈশব ও যৌবন কালের সোনালি সময় প্রথাগতভাবে পার করলেও বর্তমান সময় কালটি হচ্ছে প্রযুক্তিনির্ভর ডিজিটাল যুগ। ফলে এই ডিজিটাল যুগ থেকে লেখকের সময়ের এনালগ জীবনযাপনের মধ্যে কিছু গুণগত পার্থক্য ছিল।
মোহাম্মদ মাসুদ খান তার এই গ্রন্থে সেই গুণগত পার্থক্যকে গল্পচ্ছলে তুলে ধরেছেন যা পাঠকমাত্রকেই আনন্দ দান করবে বলে মনে করি। এই গ্রন্থে চিত্রিত বিষয়ের মধ্যে যেমন লেখকের একান্ত ব্যক্তিগত জীবনচারিতার কথা আছে, তেমনি এতে লিপিবদ্ধ হয়েছে বাংলাদেশের সমাজ-রাজনীতি ও সংস্কৃতির বিচিত্র অনুষঙ্গসমূহ। বিশেষ করে, এতে লেখকের ব্যক্তিগত জীবনযাপন, যথা- রোজার ঈদ পালন, শৈশবের নানা ঘটনাসমুহ, লঞ্চ ভ্রমণ, বইমেলায় গমন, বিশ্বকাপ ফুটবল উদযাপন ইত্যাদি ব্যক্তিগত প্রসঙ্গ যেমন রয়েছে, তেমনি এতে অন্তর্ভুক্ত হয়েছে নব্বইয়ের গণ অভ্যুত্থান, সাতাত্তর সালে তেজগাঁও বিমান বন্দরে সংঘটিত জাপানি বিমান ছিনতাই, আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাঙালির ভালবাসা, বাংলাদেশের রাজনীতি প্রসঙ্গ ইত্যাদি দেশি-বিদেশি ঘটনাপ্রবাহও। এই বইটি পাঠের মাধ্যমে পাঠক সত্যিকার অর্থেই আশির দশকের এনালগ ও বর্তমান সময়ের ডিজিটাল সময়প্রবাহের মধ্যে এক ধরনের তুলনা করতে পারবেন।
গ্রন্থের লেখক মোহাম্মদ মাসুদ খানের জন্ম ১৯৭০ সালের ২ ডিসেম্বর, সরকার ও রাজনীতিতে স্নাতকোত্তর ডিগ্রীধারী। তিনি রফতানি ব্যবসার সাথে জড়িত। ২০১৯ সালে কিরঘিজস্থানে বাংলাদেশের প্রথম রফতানিকারক। একজন দক্ষ সংগঠক হিসেবেও তিনি পরিচিত। রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়শনের তিনি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
২০১৭ সালের একুশে বই মেলায় প্রকাশিত হয় তার প্রথম বই ছড়া গ্রন্থ “ছড়াটিম ছড়াটুম”। ২০১৯ সালের একুশে বই মেলায় বের হয় তার ২য় গ্রন্থ “ আমার দেখা শেরেবাংলা নগর”। দৈনিক ইত্তেফাক, যায় যায় দিন, আজ কালের খবর ও ইটিভি অন লাইন পোর্টালে তিনি নিয়মিত লিখছেন।
এনালগ দিনগুলো প্রকাশ করেছে ক্লাব এইটি ফাইভ, প্রচ্ছদ এঁকেছেন আবু সালেহ টিটু, ৯৬ পৃষ্ঠার বইটি’র বিনিময় ৩৫০ টাকা, তবে একুশে গ্রন্থ মেলা উপলক্ষে ২৫% ছাড়ে ২৬০ টাকায় বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির “হাজারো প্রাণের ঐকতান” ৭৭৭ নাম্বার স্টলে।
মোহাম্মদ মাসুদ খানের এনালগ দিনগুলো বইয়ের বহুল প্রচার কামনা করছি।
লেখক-মহাপরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।