চিকিৎসাধীন রোগীকে মারধর, হাসপাতালের কর্মচারী বরখাস্ত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত : ১০:২৭ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার
লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা শাফায়েত হোসেন (২৪) নামে এক রোগীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রিফাত (২২) নামে হাসপাতালের এক অস্থায়ী কর্মচারীকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
রোগী শাফায়েত পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের ইটের পোল এলাকার কাশেমের ছেলে।
শাফায়েত ও তার স্বজনরা জানায়, গত তিন দিন আগে পরিবারের সঙ্গে অভিমান করে বিষপান করে শাফায়েত হাসপাতালে ভর্তি হন।
হাসপাতালের ২য় তলায় চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার সকালে নাস্তা করতে হাসপাতালের নিচে নামেন শাফায়েত।
পরে বেডে যাওয়ার সময় তাকে ভেতরে ঢুকতে বাধা দেন হাসপাতালে অস্থায়ী কর্মচারী রিফাত।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক রোগী দেখছিলেন। এসময় দ্বিতীয় তলার গেট বন্ধ রাখেন কর্মচারী রিফাত। ওই সময় রোগী শাফায়েত ভেতরে ঢুকতে গেলে রিফাত তাকে ঢুকতে দেননি। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। চিকিৎসক রোগীদের ওয়ার্ড থেকে বের হয়ে গেলে তাকে ঢুকতে দেওয়া হয়।
পরে শাফায়েত তার বেডে যাওয়ার পর পুনরায় রিফাতের সঙ্গে কথা-কাটাকাটি করে। এতে ক্ষিপ্ত হয়ে রিফাত কয়েকজনকে নিয়ে এসে তাকে মারধর করেন। শাফায়াতকে বাঁচাতে গেলে তার বোন নেহার এবং আরও দুজন স্বজন মারধরের শিকার হন।
তারা বলেন, ঘটনাটি আমরা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারকে জানিয়েছি। আমরা এ হামলার ঘটনায় সুষ্ঠু বিচার চাই।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। রোগীর সঙ্গে এমন আচরণ করা ঠিক হয়নি। রিফাত হাসপাতালের অস্থায়ী কর্মচারী, তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এএইচ