ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সাইকেলে ঢাকার পথে ১০ ভারতীয়

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৭ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার | আপডেট: ১১:১৮ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে এসেছেন ‘১০০ মাইলস’ নামের একটি সংগঠনের ১০ সদস্য।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেনাপোল সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে।

২১ ফেব্রুয়ারি উপলক্ষে ঢাকায় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করতে সাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন তারা।

তারা জানান, বাঙালিরাই নিজের ভাষা রক্ষায় জীবন দিয়েছে। পৃথিবীতে এমন নজির আর কারও নেই। মায়ের ভাষা বাংলায় কথা বলি এটা সেই ভাষা শহীদদের অবদান। তাই ভাষার মাস উপলক্ষে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে ছুটে আসা। ভাষা দিবসের কর্মসূচি শেষে ২২ ফেব্রুয়ারি বেনাপোল বন্দর হয়ে আমরা ভারতে ফিরবো।

বেনাপোল সরগম সংগীত একাডেমির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম জানান, বাংলা ভাষার ইতিহাস ও ঐতিহ্যের গৌরবের কারণে মাতৃভাষা দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। বাংলা ভাষা যতদিন থাকবে বিশ্ব এ ভাষা শহীদদের শ্রদ্ধা ততদিন জানাবে।

এমএম//