ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

ইউক্রেনের আরও এক শহর দখলে নিলো রাশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার

তীব্র সংঘাতের পর ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর আভদিভকা থেকে ইউক্রেনীয় সেনারা পুরোপুরি সরে গেছে। এই শহরটি রাশিয়ার দখলে আসাকে ‘গুরুত্বপূর্ণ বিজয়’ বলে অভিহিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টানা চার মাসের বেশি সময় ধরে শহরটি দখলে নিতে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘাত চলছিল রুশ বাহিনীর। অবশেষে শহরটির দখল চলে যায় রাশিয়ার কাছে। গতকাল শনিবার ইউক্রেনীয় সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক কর্নেল জেনারেল ওলেকজান্দর সিরস্কি জানিয়েছেন, আভদিভকা থেকে ইউক্রেনীয় সেনাদের সরিয়ে নেয়া হয়েছে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় কিছু সেনা এখনো শহরের একটি কোক কারখানায় আশ্রয় নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। শিগগিরই তাদের আটক করা হবে।

এর আগে, গত বছরের মে মাসে রাশিয়া সর্বশেষ ইউক্রেনের কোনো শহর দখলে নিয়েছিল। সে সময় রুশ সেনারা গুরুত্বপূর্ণ শহর বাখমুত দখল করে দীর্ঘ কয়েক মাসের সংঘাতের পর।

এমএম//