অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় ৪ জনের কারাদণ্ড
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত : ০৩:২১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার
নবাবগঞ্জে রাতের আঁধারে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অভিযোগে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় দুটি মাহেন্দ্র জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টায় নয়নশ্রী ইউনিয়নের বিল পল্লী এলাকায় ও শিকারিপাড়া ইউনিয়নের গরিবপুর চকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা ও ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয় এবং দুটি মাহেন্দ্র জব্দ করা হয়।
তাদের মধ্যে বাদল কোম্পানির ম্যানেজার আল আমিনকে (২৩) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মাটি কাটার সাথে জড়িত মো. শাকিল (২২), তুহিন খান (২৬) ও আল আমিনকে (২০) ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম বলেন, কৃষিজমি রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
এএইচ